In Bengali: [Scroll down to read in English]
কে আমরা?
বিশ্বজুড়ে বানিজ্যের প্রসার ক্রমশ বেড়েই চলছে৷ বর্তমান অনলাইন জগতে এটি যেন আরও সহজ হয়ে গিয়েছে। অনেকেই ফুলটাইম বা অন্য চাকরির পাশাপাশি পার্টটাইম অনলাইন এ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত৷ ই-কমার্স, এফকমার্স, উকমার্স সহ অনেকধরণের অনলাইন ভিত্তিক ব্যবসা বর্তমানে প্রচুর জনপ্রিয়তা লাভ করছে৷ এবং তুলনামূলক বর্তমান সময়ে ফুলটাইম বা অন্য চাকরির পাশাপাশি অনলাইন ব্যবসা করা গতানুগতিক ব্যবসা পদ্ধতি থেকে সহজতর। আর এসব ধরণের ব্যবসার সফলতার মূল চাবিকাঠি হলো সঠিকভাবে ব্যবসার বিপণন।
আর এখান থেকেই আমাদের গল্প শুরু৷ কতিপয় স্বপ্নবাজ তরুণদের উদ্যোগে আমাদের অফিসিয়াল যাত্রা শুরু হয় ২৯ শে ফেব্রুয়ারী, ২০২৪ সাল। সকল ধরণের বিপনী সহযোগিতা সহ মার্কেটিং স্কিল বা বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর সব ধরণের বিষয়বস্তু জানতে ও তার সাথে নিত্যনতুন আপডেট রাখতে আমাদের ওয়েবসাইট এ চোখ রাখুন৷ ডিজিটাল মার্কেটিং এর জন্য আর অতিরিক্ত অর্থ ব্যায় না করে সঠিক পণ্য বা ব্যবসার জন্য সঠিক মার্কেটিং পদ্ধতি জানতে পারবেন আমাদের এখানে৷
প্রতিষ্ঠানের ধরণ:
আমরা সম্পূর্ণ বেসরকারি একটি প্রতিষ্ঠান। এটি একটি ব্যাক্তিগত ফান্ড থেকে পরিচালিত হয়৷ সম্পূর্ণ অনলাইনভিত্তিক প্লাটফর্ম।
কি ধরনের সেবা পেতে পারেন
১. মার্কেটিং এর বিভিন্ন সেক্টর, টুলস ও টেকনিক পরিচিতি
২. বিভিন্ন সার্ভে ও রিসার্চ এর ফলাফল থেকে ব্যবসার জন্য সঠিক দিকনির্দেশনা
উদ্দেশ্য
আমরা মূলত সকলকে মার্কেটিং এর বিভিন্ন স্কিল ও টেকনিক সম্পর্কে অবগত করে, একটি সবল অর্থনীতি গঠন করতে যাই৷
আমরা
Sparoon / স্প্যারুন
আরও বিশদভাবে জানতে আমাদের যোগাযোগ পেইজ ভিজিট করুন৷
In English:
Who are we?
The global business landscape is rapidly expanding. In today’s online world, it has become even more accessible. Many are involved in online businesses alongside full-time or other job commitments. Various online-based businesses like e-commerce, F-commerce, and woo-commerce are gaining immense popularity. And in this comparative modern era, conducting online business alongside full-time or other jobs has become more straightforward. The key to success in such businesses lies in effective marketing.
And that’s where our story begins. With the initiative of some visionary youths, our official journey started on February 29, 2024. With all kinds of partnerships, marketing skills, or the latest updates in the field of digital marketing, stay tuned to our website. For digital marketing, learn the right marketing methods for the right product or business without spending extra money here.
Type of Establishment:
We are a completely private entity, operated from a personal fund. A fully online-based platform.
Services We Offer:
- Familiarity with various sectors, tools, and techniques of marketing.
- Guidance for business based on the results of various surveys and research.
Objective:
Our main objective is to make everyone aware of various marketing skills and techniques, aiming to build a strong economy.
We are
Sparoon
For more detailed information, visit our contact page.