বর্তমানে প্রযুক্তি নিত্যনতুন অত্যাধুনিক হচ্ছে। তার সাথে সাথে আমাদের জন্য তৈরী হচ্ছে নিত্যনতুন সব সূযোগ। আর আমরা যদি এসব প্রযুক্তির সাথে তাল না মেলাতে পারি তাহলে অন্যদের থেকে অনেকটা পিছিয়ে যাব৷ বরং এসব প্রথম দিকে এডপ্ট করতে পারলে আমরা প্রতিযোগীতায় অনেকটা এগিয়ে যাব৷ বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা অনেক চলমান বিষয়বস্তু। ডিজিটাল মার্কেটিং এর অনেক দিক আমাদের জানা৷ তবে আমরা আজকে কথা বলব একটি তুলনামূলক নতুন ডিজিটাল মার্কেটিং স্কোপ নিয়ে৷ যা খুব শীঘ্রই অনেক জনপ্রিয় হয়ে উঠবে৷ আর সেটি হলো ভয়েস সার্চ অপটিমাইজেশন [ Voice Search Optimization (VSO) ]। এটিও কিন্তু একপ্রকার SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) বলতে পারেন।
ভয়েস সার্চ অপটিমাইজেশন কি?
প্রথমেই জেনে নিই ভয়েস সার্চ অপটিমাইজেশন টা আসলে কি। ভয়েস সার্চ অপটিমাইজেশন মূলত আপনার ইন্টারনেট এ উন্মুক্ত করা যেকোনো কনটেন্ট কে সহজভাবে ভয়েস কমান্ড সার্চে দৃশ্যমান হওয়ার জন্য অপটিমাইজেশন। আরেকটু বুঝিয়ে বলা যাক, বর্তমানে প্রায় প্রতিটি ডিভাইস এ ব্যবহারকারীর সুবিধার কথা চিন্তা করে ভয়েস কমান্ড ব্যবহার করা হয়৷ যেমন এন্ড্রয়েড এ গুগুল এসিস্ট্যান্ট, এলেক্সা বা এপলের সিরি৷ এগুলো ব্যবহারকারীর ভয়েস কমান্ডের উপর ভিত্তি করে কাজ করে৷ আমাদের গতানুগতিক যে লেখাভিত্তিক সার্চ সিস্টেম আছে সেটি থেকে এটি একটু আলাদা৷ এখানে কিন্তু সরাসরি ব্যবহারকারী কি চাইছে তার উপর গুরুত্ব দেওয়া হয়৷ লিখে সার্চ করার মত সাজেশন দেওয়া হয় না৷ যার ফলে আপনার যে কনটেন্ট আপনি অনলাইন এ দিচ্ছেন সেগুলো কে ভয়েস কমান্ড সার্চে সহজেই খুঁজে পেতে একে ভালোভাবে অপটিমাইজড করতে হবে৷ আর এই অপটিমাইজেশন এই হলো ভয়েস সার্চ অপটিমাইজেশন (VSO)। যা ওয়েবসাইট এর SEO কে আরও একধাপ বুস্ট করে।
ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ভবিষ্যত কি?
আমরা ইতিমধ্যে বাজারে প্রায় সকল ধরণের প্রোডাক্ট এই পেয়ে থাকি যেগুলো ভয়েস সার্চ কমান্ডের উপর চলে৷ সেগুলোর দাম হয়ত গতানুগতিক প্রোডাক্ট থেকে একটু বেশি৷ তবে স্মার্ট হোম এর ধারণায় প্রায় প্রতিটি জিনিস ভয়েস কমান্ড এর উপর ভিত্তি করে কাজ করে৷ বাড়ির দরজার লক থেকে রান্নাঘরের ওভেন চুলা, বেডরুমের এসি কিংবা স্পিকার। সামনে প্রযুক্তির প্রসারে মানুষের জীবন সহজ করতে এর অগ্রগতি আরও বৃদ্ধি পাবে৷ তাই তা আর বলার অপেক্ষা রাখে না ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ভবিষ্যত কি। বরং এটি বর্তমানে আপনার কনটেন্ট কে আরও একটি দর্শক দের কাছে পৌঁছাতে সহায়তা করবে।
আরও পড়ুনঃ ভোক্তাকে চমক লাগানোর বিজ্ঞাপন কৌশল | গেরিলা মার্কেটিং
ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ফ্রিল্যান্সিং বাজার
বর্তমানে ফ্রিল্যান্সিং বাজারে এসইও (SEO) বেশ জনপ্রিয়। তবে প্রযুক্তির প্রসারের সাথে সাথে দিন দিন ভয়েস কমান্ড প্রযুক্তি যত বাড়বে তত ভয়েস সার্চ অপটিমাইজেশন এর চাহিদা বাড়তে থাকবে৷ মানুষজন তাদের কনটেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট সব ভয়েস সার্চ অপটিমাইজেশন করতে চাইবে৷ যার জন্য দরকার পড়বে দক্ষ লোকবলের৷ তাই বলাই যায় এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যদিও এটি SEO এরই একটি শাখা বলতে পারেন।
ভয়েস সার্চ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে অনেকগুণ বাড়িয়ে তুলবে। এছাড়াও যারা ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইট বা কনটেন্ট নিয়ে কাজ করছেন তারাও কিন্তু একে কাজে লাগিয়ে আপনার ট্রাফিক কে বহুগুণ বৃদ্ধি করতে পারেন৷
এ তো গেল ভয়েস সার্চ অপটিমাইজেশন এর পরিচিতি ও সূযোগ সুবিধা। এবার তাহলে কীভাবে তা করা যায় সেটা জানা যাক৷
ভয়েস সার্চ অপটিমাইজেশন কীভাবে করবেন?
ভয়েস সার্চ অপটিমাইজেশন করার জন্য আপনাকে আগে বিশ্লেষণ করতে হবে ভয়েস কমান্ডের ধরণের উপর৷ গতানুগতিক লিখা কনটেন্ট আর আমাদের কথা বলা বা ভয়েস কমান্ড কিন্তু অনেকক্ষেত্রেই আলাদা৷ মানুষ যেভাবে কথা বলে, বা কথা বলার সময় যেসকল শব্দ উচ্চারণ করে বা কোনটার পর কোন শব্দ বলে তা বের করতে হবে৷ এবং আপনার লিখা কনটেন্ট বা কনটেন্ট কে সেভাবেই সাজাতে হবে৷
বেশিরভাগ ভয়েস সার্চ কমান্ড লোকেশন এর উপর নির্ভর করে৷ সব অঞ্চলের মানুষ একই ধাঁচে কথা বলে না৷ তাই আপনার টার্গেট অডিয়েন্স এর উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে৷
লক্ষ্য রাখতে হবে, আপনার লিখাগুলো বিভিন্ন প্রশ্নের সমাধান দিচ্ছে কিনা৷ কেননা বেশিরভাগ ভয়েস সার্চ কমান্ড প্রশ্নের সমাধান খুঁজে।
বেশিরভাগ ভয়েস কমান্ড ব্যবহারকারী মোবাইল ফোন ব্যবহার করে ভয়েস কমান্ড দিয়ে থাকে৷ তাই গুরুত্ব দিতে হবে আপনার সাইটটি কি রেসপন্সিব বা মোবাইল ফ্রেন্ডলি কিনা৷
আপনি দীর্ঘ বাক্যংশ গুলো কে এবং প্রচলিত উক্তি ব্যবহার করুন কনটেন্ট এ যেগুলো সচরাচর সকলল ব্যবহার করে৷ তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার কনটেন্ট এ ব্যবহার করা কোন কিছু যেন আবার SEO ( সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) এর উপর কুপ্রভাব না ফেলে৷
সবশেষে বলা যায় ভয়েস সার্চ কমান্ড খুব শীঘ্রই ডিজিটাল মার্কেটিং এর বড় একটি বাজার আয়ত্ত করে নিবে৷ এটা শুধুই একটা ট্রেন্ড না৷ বরং সুদূর ভবিষ্যতে নিশ্চিত বিপ্লব ঘটাতে সক্ষম একটি বিষয়বস্তু। যা শিখা সময়ের দাবী। কেননা এর ফলে নিজের কনটেন্ট এও যেমন আপনি অপটিমাইজড করতে পারবেন তেমনি অন্যের চাহিদা মিটিয়ে ফ্রিল্যান্সিং বাজারে উপার্জনও করতে পারবেন।
পুরো লিখাটি সহজভাবে পাঠকদের কাছে উপস্থাপন করতে আমরা বেশ কিছু ইংরেজি শব্দের বঙ্গানুবাদ করি নি যাতে করে পাঠকদের বুঝতে সহজ হয়৷